বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:৩৭:৫০

খালেদার বিরুদ্ধে রায় দেওয়া বিচারকের কাউনিয়ার বাড়িতে পুলিশি নিরাপত্তা

খালেদার বিরুদ্ধে রায় দেওয়া বিচারকের কাউনিয়ার বাড়িতে পুলিশি নিরাপত্তা

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা ৫ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার পর বিচারক ড. আখতারুজ্জামানের রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের বাড়িতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
 
কাউনিয়া থানার এসআই শাহাদত হোসেন জানান, রায় পরবর্তী সময়ে যাতে বিচারকের বাড়িতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক প্লাটুন বিজিপি এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই বাড়িতে বিচারক ড. আখতারুজ্জামানের মা, এক প্রতিবন্ধীভাইসহ পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে