শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:৪৭:১১

উস্কানিতে কান দেবেন না, সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে : ফখরুল

উস্কানিতে কান দেবেন না, সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে : ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ক্ষমতা আকড়ে ধরে রাখতে চাইছে। তারা গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এভাবে ক্ষমতা ধরে রাখতে রাখতে চাইলে বেশিদিন টিকতে পারবে না।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর অভিযানকালে  এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকার গনবিছিন্ন হয়ে হয়ে গেছে। আর বেশিদিন টিকে থাকতে পারবে না সরকার। খুব দ্রুত তাদের বিদায় নিতে হবে। কারও উস্কানিতে কান না দিয়ে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জন্য শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে যেতে হবে।

উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর সাজা দেয়া হয়। এছাড়া মামলার অন্য আসামিদের ১০ বছর করে কারাদ- দেন আদালত। এরই প্রতিবাদে দেশজুড়ে দলটি টানা আন্দোলন কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও এর অঙ্গসংগঠন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে