শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:১২:০৬

খুন করে পালানোর সময় অস্ত্রসহ যুবককে ধরে গণপিটুনি স্থানীয় জনতার

খুন করে পালানোর সময় অস্ত্রসহ যুবককে ধরে গণপিটুনি স্থানীয় জনতার

নিউজ ডেস্ক : রাজধানীর বাড্ডা এলাকায় দিন-দুপুরে রিভলভার দিয়ে খুন করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা নুরুল ইসলাম নামে এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গুলিতে যে যুবক মারা গেছে পুলিশ প্রাথমিকভাবে তার নাম জানিয়েছে বাদশা (৩০)।

আটক নুরুলের কাছ থেকে খুনে ব্যবহৃত একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। গণপিটুনিতে নুরুল আহত হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে পুলিশ তা সুস্পষ্টভাবে কোনো তথ্য জানাতে পারেনি। তবে পুলিশের ধারণা, আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

নিহত বাদশার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে মেরুল বাড্ডার মাছের আড়তের পাশে বাদশা দাঁড়িয়ে ছিলেন। এসময় সেখানে ৪ যুবক আকস্মিকভাবে এসে তার চোয়ালে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন বাদশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সন্ধ্যা ৬টার দিকে মৃত্যুর সঙ্গে লড়ে তিনি মারা যান। ঘটনাস্থলে গুলি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা নুরুল ইসলাম নামে এক যুবককে হাতিরঝিল এলাকা থেকে হানেনাতে আটক করে। খবর পেয়ে পুলিশ নুরুলকে থানায় নিয়ে যায়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, একটি গুলি বের হলেও আরেকটি গুলি তার মাথার ভেতরে থেকে যায়। নাক ও মুখ দিয়ে প্রচ- রক্তক্ষরণের ফলে তিনি মারা যায়। বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, দুপুর বেলায় কয়েকজন সন্ত্রাসী বাদশাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তারা একই গ্রুপের সদস্য। ধারণা করা হচ্ছে, আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

বাড্ডা থানার এসআই টুটুল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহত যুবকের পূর্ণাঙ্গ ঠিকানা জানা যায়নি। তার পূর্ণাঙ্গ ঠিকানা জানার চেষ্টা চলছে। এছাড়াও ওই এলাকার লোকজন এই যুবককে চিনে না বলে জানিয়েছেন।

তিনি আরো জানান, এ ঘটনায় একজন আটক রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। তবে পুলিশের ধারণা, পূর্ব শত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। লাশের ময়নাতদন্তের জন্য আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে