শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮, ০৪:৫৮:২২

বিএনপির কর্মসূচিতে পুলিশের ধরপাকড় ও বাধা দেয়া নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির কর্মসূচিতে পুলিশের ধরপাকড় ও বাধা দেয়া নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা থেকে : ঢাকায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির পূর্বঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের বাধা দেয়ার বিষয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জনগণকে দুর্ভোগ থেকে রক্ষা করতে ঢাকার ওই এলাকাটি রক্ষা করার দরকার ছিল, তাই সেই এলাকাটি রক্ষা করেছে পুলিশ।

মো. আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, বিএনপির শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আমরা কখনো বাধা দিচ্ছি না। কিন্তু কেউ যদি জনগণের দুর্ভোগ বাড়িয়ে দেয় তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাজটি করার দরকার সে কাজটি করে।

শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশ্রাফ এমপি, অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, পুলিশের চট্টগ্রাম রেঞ্চের ডিআইজি ড. মনির-উজ-জামান, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন প্রমুখ।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে