শনিবার, ০৪ মে, ২০২৪, ০৮:৫৫:০৭

অবশেষে রহমতের বৃষ্টি ব্রাহ্মণবাড়িয়ায়

 অবশেষে রহমতের বৃষ্টি ব্রাহ্মণবাড়িয়ায়

এমটিনিউজ২৪ ডেস্ক : টানা কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল ব্রাহ্মণবাড়িয়া। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টায় বৃষ্টি নামে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায়। বৃষ্টি স্থায়ী হয় ২০ মিনিটের মতো। বৃষ্টির পর জেলার তাপমাত্রা অনেকটা কমে আসে।  

বৃষ্টির পর অনেকেই স্বস্তির কথা লিখে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন।

তমাল নামে শহরের এক বাসিন্দা বলেন, কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় বৃষ্টি হয়েছে। কিন্তু শহরে অথবা তার আশপাশে কোথাও হয়নি। আজ বৃষ্টি দেখে খুব ভালো লাগছে। বৃষ্টির জন্য দীর্ঘ যে প্রতীক্ষা, সেটির অবসান হলো।  

রিকশাচালক রেনু মিয়া বলেন, টিনের ঘরে থাকি, রোদের তাপে টিনের গরমে গা জ্বলে। আইজকা ঠান্ডা হবে। শান্তিতে ঘুমাবো। 

ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে