রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:১০:৪৮

আইনজীবীদের উদ্দেশ্যে যা বলে গেলেন বিচারপতি

আইনজীবীদের উদ্দেশ্যে যা বলে গেলেন বিচারপতি

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি চলাকালে বিচারপতিরা ১০ মিনিটের জন্য এজলাস ত্যাগ করেছেন। এ সময় আদালত আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে বলে যান, ‘আপনারা আদালতের পরিবেশ শান্ত করুন। আমরা ১০ মিনিট পর আসছি।’

জানা যায়, রোববার বেলা দুইটা ১০ মিনিটে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়। কিন্তু, সেখানে এত বেশিসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন যে, আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

এ সময় বিচারপতিরা বলেন, ‘এ অবস্থা চলতে থাকলে তো আমাদের উঠে যেতে হবে।’ তখন খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘এই মামলা খুবই গুরুত্বপূর্ণ। গোটা জাতি এদিকে তাকিয়ে আছে। উৎসুক আইনজীবীরাও এজন্যই ভিড় করছেন।’

এরপর আদালত তাকে বলেন, ‘এমন হলে তো আদালতের পরিবেশ ঠিক থাকে না। কার্যক্রম চালানো যায় না।’

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, ‘আইনজীবীদের একটি তালিকা দিয়ে দিলে ভাল হয়। সেটি সর্বোচ্চ ৩০ জন হতে পারে। তাতে আদালতের পরিবেশ ঠিক থাকবে।’

তার কথার জবাবে জয়নুল আবেদীন বলেন, ‘অ্যাটর্নি জেনারেল মেধাবী। এই মামলায় তিনি একাই যথেষ্ট।’

এরপর আদালত বলেন, ‘আপনার পরিবেশ শান্ত করুন। আমরা ১০ মিনিট পরে আসছি।’

এরপর দুই বিচারপতি বেলা দুইটা ১৬ মিনিটের দিকে এজলাস ছেড়ে উঠে যান। এরপর এজলাস থেকে জুনিয়র আইনজীবীদের বের করে দেয়া হচ্ছে। গত ২২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার বিরুদ্ধে করা খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

একই সঙ্গে ওই মামলায় বিচারিক আদালতে খালেদা জিয়াকে দেয়া অর্থদণ্ডাদেশ স্থগিত করেন উচ্চ আদালত। আদেশে এ মামলায় বিচারিক আদালতের নথিও তলব করা হয়েছে। উচ্চ আদালতের আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে ওই নথি হাইকোর্টে পাঠাতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দেয়া হয়েছে।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে