শনিবার, ০৩ মার্চ, ২০১৮, ০৯:২৩:২৯

সরকারের হেয়ালীপনার কারণে জাফর ইকবালকে হত্যার চেষ্টা : ইমরান

সরকারের হেয়ালীপনার কারণে জাফর ইকবালকে হত্যার চেষ্টা : ইমরান

নিউজ ডেস্ক : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, ‘সরকারের হেয়ালীপনার কারণে প্রশাসনের কঠোর বেষ্টনীকে পাশ কাটিয়ে প্রগতিশীল লেখক জাফর ইকবালকে হত্যার চেষ্টা করা হয়েছে। মৌলবাদীদের সবসময়ের টার্গেট প্রগতিশীল লেখকরা। জাফর ইকবালকে হত্যার টার্গেটে রাখা হয়েছিল সবসময়। কিন্তু সরকার তা আমলে নেয়নি। ফলে এর সম্পূর্ণ দায় নিতে হবে সরকারকেই।’

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চ বিক্ষোভ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে ইমরান এইচ সরকার এসব কথা বলেন। বিক্ষোভ থেকে বলা হয়, জাফর ইকবালের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে রোববার বিকাল ৪টায় সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।

ইমরান সরকার আরও বলেন, ‘অভিজিৎ রায় হত্যার সময় আমরা বুঝতে পেরেছিলাম সরকার জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে। অভিজিৎ রায়ের হত্যাকারীদের বিরুদ্ধে চার্জশিট দিতে ৩২ বার সময় পেছানো হয়েছে। এর আগে যতজন প্রগতিশীল লেখককে হত্যা করা হয়েছে। সেসব অপরাধীকে ধরতে ও তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হেয়ালি করা হয়েছে। সবসময় তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এ ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনও সুযোগ নেই৷ দ্রুত অপরাধীদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। সরকার যদি তা না করে অবহেলা করে তাহলে আরও কঠোর আন্দোলনে যাবো আমরা।’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে