মঙ্গলবার, ০৬ মার্চ, ২০১৮, ০৬:২৮:২৪

বিএনপির অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন

বিএনপির অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করা হয়েছে। এর আগে এ কর্মসূচি নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হওয়ার ঘোষণা দেয়া হয়েছিল দলের পক্ষ থেকে।

তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নতুন ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সামনে এ অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

তিনি বলেছেন, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির পালনের কথা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতীয় প্রেসক্লাবের সামনে করার কথা বলছে। প্রেসক্লাবে কর্মসূচি পালনের জন্য তারা মৌখিক অনুমতিও দিয়েছে পুলিশ। তবে সময় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্তই বহাল থাকবে।
 
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। তার মুক্তির দাবিতে দলীয় নেতা-কর্মীদের কর্মসূচির অংশ হিসেবে বিএনপি এই অবস্থান কর্মসূচির পালন করবে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে