রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ০৩:২০:২২

কিংকর্তব্যবিমূঢ় খালেদা !

কিংকর্তব্যবিমূঢ় খালেদা !

ঢাকা : মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদন্ড কার্যকর হওয়ার পর করণীয় নির্ধারণে কিংকর্তব্যবিমূঢ় বিএনপি। দলীয়ভাবে কোনো কর্মসুচি নিতে পারেনি দলটি। যদিও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু থেকে দলটি এরপক্ষে বিপক্ষে তাদের অবস্থান পরিস্কার করেনি। অনেকটা ধরি মাছ না ছুঁই পানি এমন অবস্থান নিয়েছে বিএনপি। তবে দলটির নেতারা বিভিন্ন সময়ে বলেন, আমরা যুদ্ধাপরাধী বিচার বরাবরই চাই। সরকারতো যুদ্ধাপরাধীর বিচার করছে না। সরকার মানবতা বিরোধী অপরাধের বিচার করছে। আমরাও এই অপরাধের বিচার চাই। আমাদের দিক থেকে একটাই কথা বলা হয়েছে বিচারটা যেন স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদন্ডনুযায়ী হয়। এদিকে শনিবার রাতে দলের র্শীষ পর্যায়ের নেতার ফাঁসি কার্যকর হওয়ার আগে রাত ১১টা ৪৯ মিনিটে সালাউদ্দিন কাদের চৌধুরী প্রাণভিক্ষা চাননি মর্মে বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতি পাঠিয়ে দলটি তাদের দায়িত্ব শেষ করে। তার আগে দুপুর একটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ ও বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমরা রায় প্রত্যাখান করলেও যা হবে না করলেও তাই হবে। অপরদিকে বিএনপির অন্যতম শরিক জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির চূড়ান্ত রায় ঘোষণার পর গত বৃহস্পতিবার দেশব্যাপি সকাল সন্ধ্যা হরতাল পালন করে। একইভাবে ফাঁসি কার্যকর হওয়ার পর এর প্রতিবাদ জানাতে দলটির পক্ষ থেকে আগামীকাল সোমবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়। এছাড়া সারাদেশে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠান পালন করবে জামায়াত। কিন্তু দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলের এক শীর্ষ নেতার ফাঁসির পরও বিএনপির পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। আসলে এবিষয়ে বিএনপি কী পদক্ষেপ নেবে তা নিয়ে নীতিনির্ধারকরা সিদ্ধান্তে আসতে পারেনি বলে দলটির সুত্র জানায়। দলটির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। এসব নেতারা জানান এবিষয়ে দলের মুখপাত্র রয়েছেন, দায়িত্বশীল নেতারা রয়েছেন তারা বলবেন। ২২ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২০১৫/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে