সোমবার, ১২ মার্চ, ২০১৮, ০৪:১৪:৩৪

খালেদা জিয়ার জামিন নিয়ে যা বললেন আ.লীগ নেতারা

খালেদা জিয়ার জামিন নিয়ে যা বললেন আ.লীগ নেতারা

নিউজ ডেস্ক : বিএনপি যেন আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং খালেদা জিয়ার জামিনের ঘটনাকে সরকারের দুর্বলতা মনে না করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।

সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে আটক বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার অন্তর্বর্তীকালীন জামিনের আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন আওয়ামী লীগ নেতারা।

নেতারা বলেন, ‘এটা সম্পূর্ণ আদালতের বিষয়। এখানে অন্য কারও কিছু করার নেই, আদালতের ব্যাপারে আমাদের হস্তক্ষেপ নেই। আদালত স্বাধীন।’

এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘খালেদা জিয়ার জামিন আদালতের ব্যাপার। আদালত সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শাস্তি দিয়েছে।  এখানে শাস্তি মাফ হয় নাই। জামিন দিয়েছে মাত্র। এটা কোর্টের ব্যাপার।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অপর সদস্য ফারুক খান বলেন,‘এটা আদালতের ব্যাপার, আইনের ব্যাপার, হাইকোর্ট মনে করেছে তাই জামিন দিয়েছে। তবে এই জামিনের মধ্য দিয়ে বিএনপিসহ ২০ দলীয় জোট যেন কোনোভাবেই মনে না করে এখানে সরকারের দুর্বলতা রয়েছে। এ জামিন পাওয়ার মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা যেন হৈ-হুল্লোড় করে অস্থিরতা তৈরি না করে। আইনের শাসনের প্রতি তারা যেনো সম্মান প্রদর্শন করে।’

এ জামিনের মধ্য দিয়ে তারা (বিএনপি) আগামী নির্বাচনের প্রস্তুতি নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘খালেদা জিয়ার জামিনের মধ্য দিয়ে প্রমাণ হলো আদালত স্বাধীনভাবে কাজ করছে। এখানে সরকার কোনও হস্তক্ষেপ করছে না। খালেদা জিয়ার বিচারকার্য নিয়ে বিএনপির নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করে আসছিল, জামিনের মধ্য দিয়ে তা মিথ্যা প্রমাণ হলো।’

খালেদা জিয়ার জামিনের ব্যাপারে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন,‘ যে কোনও মামলায় আদালত সঙ্গতভাবেই জামিন দিতে পারেন। আমি জেনেছি, দুর্নীতি দমন কমিশন (দুদক) এ জামিনের বিরুদ্ধে আপিল করবে। এটি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার।’

আদালতের প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহামুদ চৌধুরী বলেন, এটা আদালতের বিষয়। দেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। দেশে সকল দুর্নীতিবাজদের বিচার হয়েছে, হচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আদালত স্বাধীন। আদালতের ওপর আমাদের কোনও হস্তক্ষেপ নাই।’

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে আটক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ মার্চ)বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে