সোমবার, ১২ মার্চ, ২০১৮, ০৪:২৫:২৮

জামিনের খবর শুনে খালেদাকে যে নামে ডাকলেন বিএনপির এই বিশেষ দূত

জামিনের খবর শুনে খালেদাকে যে নামে ডাকলেন বিএনপির এই বিশেষ দূত

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চার মাসের জন্য অন্তবর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।

এদিকে খালেদা জিয়ার জামিনের খবর শুনে উল্লাসে মেতে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের মধ্যে বেগম খালেদা জিয়ার সাবেক বৈদেশিক উপদেষ্টা এবং বিএনপির বিশেষ দূত জাহিদ এফ সরদার সাদী হলেন অন্যতম।

তিনি নিজের ফেসবুক পেইজে এ বিষয়ে পোস্ট দিতে গিয়ে লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ! ‘দেশমাতার জামিন হয়েছে’ জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত মামলায় চারমাসের জামিন পেয়েছেন ‘গনতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়া।

উল্লেখ্য,গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে