সোমবার, ১২ মার্চ, ২০১৮, ১১:০৭:২৯

৩৪ বছর পর বাংলাদেশি বিমান দুর্ঘটনায় এত প্রাণহানি

৩৪ বছর পর বাংলাদেশি বিমান দুর্ঘটনায় এত প্রাণহানি

বাংলাদেশের বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স ৭১ জনকে নিয়ে দুপুর ২ টা ২০ মিনিটে  নেপালের কাঠমুন্ডুতে বিধ্বস্ত হয়। নেপালী সেনাবাহিনীর তথ্য মতে এখন পর্যন্ত ৫০ জন নিহত হয়েছে।

৩৪ বছর আগে ১৯৮৪ সালের ৪ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফকার এফ-২৭ (ফ্লাইট নাম্বার এস-২ এবিজে) তৎকালীন জিয়া আন্তজার্তিক বিমানবন্দরের অদূরে বিধ্বস্ত হয়ে ৪৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়। ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিল।

নিহতদের মধ্যে ৪৫ জন যাত্রী ও চারজন ক্রু ছিলের। যাত্রীদের মধ্যে দুইজন বিদেশি ও ৪৩ জন বাংলাদেশি যাত্রী ছিলেন। ওই দুর্ঘটনায় বাংলাদেশের প্রথম বেসামরিক নারী পাইলট কানিজ ফাতেমা রোকসানাও নিহত হন।

১৯৮৪ থেকে ২০১৮ তিন দশকের বেশি সময় পর আজ (সোমবার) একই ধরনের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে