রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ০৬:৩৪:৩৮

‘সাকাকে বাঁচাতে সব ধরনের চেষ্টা করা হয়েছিল’

  ‘সাকাকে বাঁচাতে সব ধরনের চেষ্টা করা হয়েছিল’

ঢাকা : সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে প্রাণ বাঁচাতে ক্ষমার আবেদন করেছিলেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শাস্তি মওকুফ কিংবা একটা কৌশল বের করার জন্য সবরকম প্রচেষ্টা করা হয়েছিল। রোববার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা ধরেই নিয়েছিলাম তারা ক্ষমা চাইবেন না। কিন্তু শনিবার সকালের দিকে মুজাহিদ সাহেব যে আবেদন করেছিলেন তার শিরোনামেই আর্টিকেল ফর্টিনাইনের কথা ছিল। আর সালাউদ্দিন কাদের আবেদন করেছেন ইংরেজিতে। সেখানেও শেষ দিকে আর্টিকেল ফর্টিনাইনের কথা আছে। সালাউদ্দিন কাদের ও মুজাহিদ যে আবেদন করেছেন তার প্রমাণ সরকারের হাতে আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কিন্তু তাদের পরিবার বললে তো হবে না। আমাদের কাছে চিঠিপত্র রয়েছে, প্রমাণ রয়েছে। তাদের লিখিত অ্যাপ্লিকেশন আমাদের হাতে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই অ্যাপ্লিকেশনের যৌক্তিকতা আছে কিনা এবং অ্যাপ্লিকেশন যথার্থ হয়েছে কিনা সে বিষয়ে আইনমন্ত্রীর মতামত নিয়েই আমরা বাকি কাজ করেছি। এখানে আর কথা বলার অবকাশ নেই। ২২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে