রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ১০:০৪:৪৯

এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ

এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ

নিউজ ডেস্ক : বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। সংসদকে এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ইলিয়াস উদ্দিন মোল্লার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি জানান, বাংলাদেশের অর্থনীতি ও দারিদ্র্য দূরীকরণে রেমিটেন্স প্রধান চালিকাশক্তি। রেমিটেন্সের উচ্চ প্রবাহের কারণে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়। ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, ক্ষমতাসীন সরকার ব্যবসাবান্ধব। দেশে ব্যবসা ভালো চলছে। এতে ব্যবসায়ীরা খুবই খুশি। বিএনপি নেত্রী খালেদা জিয়ার জ্বালাও-পোড়াওয়ের পরও ব্যবসা ভালো চলছে। বাণিজ্যমন্ত্রী বলেন, এবারের ঈদুল আজহার আগে মাত্র এক লাখ টন লবণ আমদানি করেছি। তাও প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে। আমদানির আগে কক্সবাজারের জেলা প্রশাসক ও লবণ চাষিদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছিল। ব্যবসায়ী ও জেলা প্রশাসকদের মত ছিল দুই লাখ টন লবণ আমদানি করার। আমরা মাত্র এক লাখ টন আমদানি করেছি। ২২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে