রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ১১:৩৬:৩০

যেভাবে পাবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল

যেভাবে পাবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার রাতে ৩৯টি জেলায় সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়। এই পরিক্ষায় ৩৯টি জেলা হতে মোট পাঁচ লাখ ৯৩ হাজার ৯৯১ জন পরিক্ষার্থী আংশ গ্রহণ করেছেন। কিন্তু পাস করেছেন মাত্র ২৮ হাজার ৯১৪ জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত এই পরিক্ষায় অংশগ্রহণ করিরা লিখিত পরীক্ষার ফল www.dpe.gov.bd এই ঠিকানার মাধ্যমে জানতে পারবেন। তবে মৌখিক পরীক্ষার স্থান ও তারিখ পরবর্তী সময়ে প্রার্থীদেরকে জানিয়ে দেয়া হবে। গত ১৬ অক্টোবর ২২ জেলা ও ৩০ অক্টোবর ১৭ জেলায় শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তাই এ জেলাগুলোর ফল একসঙ্গে প্রকাশ করা হলো। ১৬ অক্টোবর তৃতীয় ধাপে পরীক্ষা নেওয়া জেলাগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, পটুয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, খুলনা, জামালপুর, নেত্রকোনা, নরসিংদী, ফরিদপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট। চতুর্থ ধাপে ৩০ অক্টোবর পরীক্ষা নেওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, যশোর, বরিশাল, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ, দিনাজপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য গত ডিসেম্বর মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করে। পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর আগে গত ২৭ জুন ৫ জেলায়, ২৮ আগস্ট ১৭ জেলায় লিখিত পরীক্ষা নেওয়া হয়। ২২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে