সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ১২:৩৪:৩৮

দলীয় মনোয়নে মেয়র-চেয়ারম্যান বিধান রেখে ৩ বিল পাস

দলীয় মনোয়নে মেয়র-চেয়ারম্যান বিধান রেখে ৩ বিল পাস

নিউজ ডেস্ক: সিটি কপোরেশন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোয়নে শুধু মেয়র ও চেয়ারম্যান পদে নির্বাচনের বিধান রেখে স্থানীয় সরকারের তিনটি বিল পাস করেছে জাতীয় সংসদ। দশম সংসদের অষ্টম অধিবেশনে রবিবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পৃথকভাবে তিনটি বিল পাস করার প্রস্তাব করলে কণ্ঠ ভোটে বিলগুলো পাস হয়। বিলগুলো হলো, স্থানীয় সরকার (সিটি কপোরেশন) সংশোধন আইন ২০১৫, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন ২০১৫, স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) সংশোধন আইন ২০১৫। প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর শুধু মেয়র পদে নির্বাচনের বিধান রেখে ‘স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন ২০১৫’ পাস হয়। এছাড়া সংসদীয় কমিটির সুপারিশ মোতাবেক গত ১৬ নভেম্বর কার্যপ্রণালী বিধির ৯৩ বিধি অনুযায়ী সংসদ থেকে জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৫ বিলটি প্রত্যাহার করে নেওয়া হয়। চলতি অধিবেশনে গত ১১ নভেম্বর, স্থানীয় সরকার (জেলা পরিষদ) সংশোধন আইন ২০১৫ বিলসহ চারটি বিল উত্থাপিত হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতির ৩ অনুচ্ছেদে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে জনগণ ও জনপ্রতিনিধিদের পক্ষ হতে সরাসরি অংশগ্রহণে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার দাবি উত্থাপিত হয়ে আসছে। জনগণের গণতান্ত্রিক এই প্রত্যাশার প্রতি গুরুত্ব প্রদান করে রাজনৈতিক দলসমুহের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে দলীয়ভাবে মনোনীত প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এতে প্রার্থীদের দায়বদ্ধতা সৃষ্টি হবে এবং যথাযথভাবে রাজনৈতিক অঙ্গিকার পালনের সুযোগ সৃষ্টি হবে। বিলের ৪ অনুচ্ছেদে বলা হয়েছে, স্থানীয় সরকার আইনে নির্বাচনে প্রার্থীতার জন্য রাজনৈতিক দল কতৃক প্রার্থী মনোনয়নের সুযোগ নেই। এজন্য রাজনৈতিক দল মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশ গ্রহণ করার বিধান সংযোজন প্রয়োজন। এজন্য আইনের ২ ধরায় রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর সংজ্ঞা সুনির্দিষ্ট করা প্রয়োজন। এছাড়া নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন পরিচালনার জন্য বিধি প্রণয়ণের প্রয়োজন। দলীয়ভাবে সিটি কপোরেশন নির্বাচন অনুষ্ঠানের বিধান যুক্ত করতে স্থানীয় সরকার (সিটি কপোরেশন) আইন ২০০৯, সিটি কপোরেশন সংশোধন আইন ২০১১ ও ২০১২, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ ও সংশোধন আইন ২০১০, স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইন ১৯৯৮ ও সংশোধন আইন, ২০১১ আইনের ধারা ২ সংশোধন করাসহ আইনের অপরাপর ধারায় প্রয়োজনীয় অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়। ২৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে