মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮, ১২:৩১:৪২

মন্ত্রিসভা বৈঠকে ফাইনাল ম্যাচ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

মন্ত্রিসভা বৈঠকে ফাইনাল ম্যাচ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : ওরা জিতেনি, তবে বেশ ভালো খেলেছে। গত রোববার শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে ভারতের বিরুদ্ধে হওয়া ফাইনাল ম্যাচ নিয়ে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী একথা জানিয়ে বলেন, খেলার পরপরই আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন করেছি। বলেছি, ছেলেদের আরো উৎসাহ দিতে। ভয়ডরহীনভাবে খেলা অব্যাহত রাখতে। খেলার শেষদিকে উত্তেজনায় ছিলাম। কারণ চার মারলেও প্রতিপক্ষরা জিততে পারতো না। ছয় মেরে জিততে হয়েছে।

এ সময় সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রিসভার উদ্দেশে বলেন, আগের ম্যাচে এক বল বাকি থাকতে ছক্কা মেরে ম্যাচ জিতেছি। ফাইনালে ভারত আমাদের বিপক্ষে ছয় মেরে জিতেছে। তবে বর্তমান সরকারের নেতৃত্বে ক্রিকেট অনেক দূর এগিয়ে যাচ্ছে। আগামীতে আরো এগিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই।

একাধিক সিনিয়র মন্ত্রীর সঙ্গে আলাপ করে জানা গেছে, ক্রিকেট প্রসঙ্গের বাইরে মন্ত্রিসভা বৈঠকে এজেন্ডাভিত্তিক আলোচনা হয়েছে। তবে প্রতিরক্ষা নীতিমালা নিয়ে দুয়েক জন সচিবও আলোচনায় অংশ নেন। এর আগে গত রোববার নিদাহাস ট্রফির ফাইনালে উত্তেজনাপূর্ণ খেলায় বাংলাদেশকে পরাজিত করে ভারত। শেষ বলে পাঁচ রান দরকার থাকলেও ছয় মেরে জয় নিশ্চিত করে ভারত।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে