মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮, ০১:১১:৩৫

‘বাংলাদেশ-ভারত বন্ধুত্ব হিমালয়ের মতো, কেউ চিড় ধরাতে পারবে না’

‘বাংলাদেশ-ভারত বন্ধুত্ব হিমালয়ের মতো, কেউ চিড় ধরাতে পারবে না’

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব হিমালয়ের মতো। এ বন্ধুত্বে কেউ চিড় ধরাতে পারবে না, এটি এগিয়ে যাবেই বলে মন্তব্য করেছেন আওয়ামীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, এ বন্ধুত্ব জনগণের পর্যায়ে এবং ভ্রাতৃপ্রতিম দুই দেশের সরকারের মধ্যে। যেখানে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতে প্রশিক্ষণ গ্রহণকারী বাংলাদেশি স্কলার, শিল্পী ও গবেষকদের এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। জাতীয় জাদুঘর মিলনায়তনে গতকাল সন্ধ্যায় এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

শ্রিংলা বলেন, সময়ে-দুঃসময়ে, সব সময় ভারত বাংলাদেশের পাশে থাকবে। ভারতে প্রশিক্ষণ গ্রহণকারী বাংলাদেশিরা বন্ধুত্বের বার্তাই বহন করছে মন্তব্য করে হাইকমিশনার বলেন, আমাদের দুই দেশের যোগাযোগ-কানেকটিভিটি প্রতিনিয়তই বাড়ছে। ১৯৬৫ সালের আগে যে ফিজিক্যাল কানেকটিভিটি ছিল সেই সড়ক, রেল লিংক পুনরায় চালু হচ্ছে।

হাইকমিশনার বলেন, বাংলাদেশের সড়ক যোগাযোগ অবকাঠামো এবং ফিজিক্যাল ব্রিজ কানেকটিভিটিতে ভারত পাশে রয়েছে। বিদ্যুৎ, তথ্য-প্রযুক্তি খাতেও আমাদের পরস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বাড়ছে।

ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটিইসি) এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) ডে উদযাপন উপলক্ষে ভারতীয় হাইকমিশন ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ভারতে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণকারী অ্যালামনাইরাও বক্তৃতা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ নাসিম আলোচনার মাধ্যমে বাংলাদেশ-ভারত বন্ধুপ্রতিম দুই দেশের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে বর্তমান মোদি সরকার পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার মাধ্যমে গঙ্গা, সীমান্ত, ছিটমহলসহ বিভিন্ন সমস্যার সমাধান আলোচনার টেবিলেই করেছেন। এখনো যে সব সমস্যা রয়েছে তা টেবিলে আলোচনার মধ্য দিয়েই হবে।

ভারত ও বাংলাদেশ উভয়ের শত্রু অভিন্ন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দু’দেশের কমন শত্রু হচ্ছে দারিদ্রতা ও চরমপন্থা। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান চেষ্টা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আমরা এটি থামিয়ে দিয়েছি। এখানে সামপ্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর চেষ্টাও রয়েছে। এটি শেখ হাসিনার সরকার অত্যন্ত দৃঢ়ভাবে মোকাবিলা করছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে