সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ১১:২৩:০৩

নিজামীর ভাগ্য নির্ধারণী শুনানি

নিজামীর ভাগ্য নির্ধারণী শুনানি

ঢাকা : মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি চলছে। সোমবার এ জামায়াত নেতার আপিল মামলার শুনানি চতুর্থ দিনের মতো শুরু হলো। সোমবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। এ বেঞ্চের অপর বিচারপতিরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালতে নিজামীর পক্ষে আপিলের পেপারবুক পাঠ করছেন আইনজীবী এস এম শাহজাহান। তিনি এর আগেও তিন দিন এ মামলার আপিলের শুনানিতে অংশ নিয়েছেন। গত ১৭ ও ১৮ নভেম্বর নিজামীর আপিল শুনানিতে পেপারবুকের কিছু অংশ পাঠ করেন নিজামীর এই আইনজীবী। ৯ সেপ্টেম্বর নিজামীর আপিল শুনানি শুরু হয়। প্রথম দিনে আদালতে রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের রায়ের অংশ পাঠ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে নিজামীর পক্ষে ১ নম্বর অভিযোগের ৩ জন সাক্ষীর জবানবন্দি আদালতে পড়ে শোনান অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির সাজা দেন। ২৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে