সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ০৩:০৩:১২

জামায়াতের হরতালে বিরক্ত জনগণ

জামায়াতের হরতালে বিরক্ত জনগণ

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীবাসীসহ সারা দেশের মানুষ বিরক্ত প্রকাশ করেছে। সোমবার সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে অন্যদিনের তুলনায় যানবাহনের সংখ্যা কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরনো রূপ লাভ করে রাজধানী। হরতালকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ, বিজিবি। সকাল থেকেই বিভিন্ন স্থানে পুলিশ, র‌্যাবের ভ্যান টহল দিচ্ছে। এদিকে হরতালে জনমনে বিরক্তি দেখা গেছে। রাস্তায় যানবাহন কম থাকায় গাড়ি পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিস ও কর্মক্ষেত্রগামী যাত্রীদের। নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করছেন তারা। কুয়াশার কারণে সকাল থেকেই রামপুরা টিভি সেন্টার, মালিবাগ রেলগেট, মগবাজার এলাকায় যান চলাচল ছিলো কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। যাত্রীদের চাপ ছিলো স্বাভাবিক। তবে অন্যান্য দিন সকালে এসব এলাকায় যানজট থাকলেও, আজ রাস্তা কিছুটা ফাঁকা। মালিবাগ রেলগেট, খিলগাঁও, বাসাবো, মুগদা এলাকায় রাস্তা অনেকটাই ফাঁকা। মুগদা এলাকায় দায়িত্বরত পুলিশ কনস্টেবল আজিজুর রহমান আজিজ জানান, সকাল থেকে এ এলাকায় সবকিছু স্বাভাবিক চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে রোববার কাকরাইল এলাকায় ককটেল বিস্ফোরণের কারণে এ এলাকায় আজ যান চলাচল কম। সাধারণ মানুষের উপস্থিতিও কম। কমলাপুর স্টেশন এলাকায় দেখা গেছে, যানচলাচল কম থাকলেও ব্যস্ত মানুষের ভিড় চোখের পড়ার মতো। বিভিন্ন স্থান থেকে স্টেশনে নেমে বাস পেতে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে ট্রেনযাত্রীদের। ২৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে