সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ০৩:২১:২৪

আনিসুল হকের আক্ষেপ

আনিসুল হকের আক্ষেপ

ঢাকা : আক্ষেপ করে নিজেকে ঢাকার ‌প্রধান ‘ঝাড়ুদার’ হিসেবে পরিচয় দিলেন ঢাকা দক্ষিণের মেয়র আনিসুল হক। তিনি বলেন, মেয়রের ক্ষমতা হলো ঝাড়ু দেয়া আর গাছ লাগানো। এর চেয়ে বেশি ক্ষমতা আর নেই। সোমবার সকালে বিশ্বব্যাংক অফিসে এক অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করে এসব কথা বলেন তিনি। আনিসুল হক বলেন, সমন্বয়হীনতার কারণে অনেক উন্নয়ন কাজই করা যাচ্ছে না। খাল উদ্ধার করতে গেলে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। প্রভাবশালী মহলের কারণে এসব উদ্ধার করা যায় না। তারা খালগুলো দখল করে রেখেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা বিলবোর্ড মুক্ত করা হবে। ২৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে