সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ০৩:৩৮:১৯

৩৪তম বিসিএসের ফল বাতিলে জানতে চেয়েছেন হাইকোর্ট

৩৪তম বিসিএসের ফল বাতিলে জানতে চেয়েছেন হাইকোর্ট

ঢাকা : কেন ৩৪তম বিসিএস পরীক্ষার ফলাফল বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ৩৪তম পরীক্ষা নিতে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত। সোমবার রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নুর-উস সাদিক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল ফরিদা ইয়াসমিন। চার সপ্তাহের মধ্যে পিএসসির চেয়ারম্যান, শিক্ষাসচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। গত সপ্তাহে চৌধুরী জাফর শরীফ নামের এক ব্যক্তি ফলাফল বাতিল চেয়ে রিট আবেদন করেন। অ্যাডভোকেট নুর-উস সাদিক গণমাধ্যমকে জানান, নিয়মনুযায়ী মেধাক্রমের ভিত্তিতে ফল প্রকাশ করতে হবে। এটি না করে রোল নম্বর অনুসারে ফল প্রকাশ করেছে পিএসসি। প্রসঙ্গত, গত ২৯ আগস্ট ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছে পিএসসি। ২৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে