সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ০৪:২৫:৪১

প্রধানমন্ত্রীর নির্দেশ

  প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা : বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার পর পাকিস্তানের বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে কড়া প্রতিবাদ জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে কড়া প্রতিবাদ জানানোর নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত এক প্রতিমন্ত্রী গণমাধ্যমের সাংবাদিকদের এ তথ্য জানান। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদের ফাঁসি শনিবার দিবাগত রাতে কার্যকর করা হয়। ফাঁসি কার্যকর করার পর পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র কাজী খলিলুল্লাহ রবিবার এক বিবৃতিতে বলেন, আমরা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির ঘটনায় গভীর উদ্বেগ এবং দুঃখ প্রকাশ করছি। ওই বিবৃতির পর বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান এমন মন্তব্য করতে পারে না। ঘটনাটি দৃষ্টিকটু এবং শিষ্টাচারবহির্ভূত। বাংলাদেশের বেশির ভাগ জনগণের এ বিষয়ে স্বতঃস্ফূর্ত সমর্থন এবং সহযোগিতা রয়েছে। মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ওই প্রতিমন্ত্রী জানান, পাকিস্তানের বিবৃতির কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আগেও পাকিস্তান এমন বিবৃতি দিয়েছিল। তারা এটা করতে পারে না। এ সময় প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় পাকিস্তানকে তাদের বিবৃতির প্রতিবাদ জানানোর নির্দেশ দেন। ২৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে