মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৩:৩০:৪৫

হাইকোর্টের নির্দেশ

হাইকোর্টের নির্দেশ

ঢাকা : রাজধানীর বাসাবাড়িতে গ্যাসের চাপ সঠিকভাবে অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এইচ নুরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, ২০১১ সালে ১ জানুয়ারি ঢাকায় সরবরাহকৃত গ্যাসের চাপ কমে গেছে মর্মে সংবাদ প্রকাশিত হয়। ওইসব সংবাদপত্রের প্রতিবেদন নিয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে জনস্বার্থে একটি রিট দায়ের করা হয়। রিট আবেদনের শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বিষয়টি তিনিই সাংবাদিকদের জানিয়েছেন। তিতাস গ্যাসের পক্ষে ছিলেন ড. কাজী আক্তার হামিদ। ওই রিটের প্রাথমিক শুনানি করে ২০১১ সালের ১৩ মার্চ রুল জারি করেন আদালত। রুলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিব, পরিকল্পনা সচিব, অর্থ সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান, গ্যাস ট্রান্সমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়। রুলের শুনানিতে তিতাস গ্যাসের পক্ষে আইনজীবী ড. কাজী আক্তার হামিদ আদালতে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কম্প্রেসার স্থাপন করে ঢাকা শহরে সরবরাহকৃত গ্যাসের চাপ বৃদ্ধি করা হয়েছে। অপরদিকে রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সরবরাহকৃত গ্যাসের চাপ যেন অব্যাহত রাখা হয় এ মর্মে নির্দেশনা দেয়া হোক। আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে