মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৩:৪৫:৪৬

দুই বিষয়ে গভর্নরকে নির্দেশনা

দুই বিষয়ে গভর্নরকে নির্দেশনা

ঢাকা : জামায়াতে ইসলামীর ব্যক্তিদের পাশাপাশি তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অবস্থান নেয়া হচ্ছে। এই দুই বিষয়ে ব্যবস্থা নিতে তৎপর সরকার। জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। শিক্ষা, চিকিৎসা, গণমাধ্যম, যোগাযোগ থেকে শুরু করে নানা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে জামায়াতে ইসলামী। এসব তাদের অর্থ উপার্জনের উৎস। গত রোববার পাঠানো অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মো. রিজওয়ানুল হুদা স্বাক্ষরিত ওই চিঠির সঙ্গে দুই পাতার একটি বিবরণী ও ২১৬ পাতার একটি সংযোজনীও পাঠানো হয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে। সূত্র জানায়, চিঠিতে আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি জামায়াত নিয়ন্ত্রিত সেবামূলক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে