মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৪:২২:১৩

‘নারীদের দুটি বাধা’

 ‘নারীদের দুটি বাধা’

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য দূরীকরণে জঙ্গিবাদ ও ধর্মান্ধতা বাধা হয়ে দাঁড়িয়েছে। এ দুটি বাধার বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হলে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা পাবে। তবে নারীদের চারটি ক্ষেত্রে প্রবেশ করতে হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অপরাজিতা : নারী রাজনৈতিক ক্ষমতায়ন ইউনিয়ন পরিষদ স্ট্যান্ডিং কমিটির অন্তরায় ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রিপ ট্রাস্ট : অপরাজিতার পক্ষ থেকে ‘ইউনিয়ন পরিষদ স্ট্যান্ডিং কমিটির অন্তরায় ও সম্ভাবনা শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থান করা হয়। তথ্যমন্ত্রী বলেন, লিঙ্গ বৈষম্য দূর করতে হলে নারীদের চারটি ক্ষেত্রে প্রবেশাধিকার দরকার। এগুলো হলো সম্পদের কাছে যাওয়া। এ ক্ষেত্রে নারীদের অধিকার কম। সেখানে গিয়ে নিজের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দ্বিতীয়ত মানবসম্পদ উন্নয়ন। যতটা পারা যায় এর সঙ্গে যুক্ত হতে হবে। নারীদের বাজারে প্রবেশ করতে হবে। এ ক্ষমতাটাও নারীদের অর্জন করতে হবে। নারীরা যতটুকু উৎপাদনের সঙ্গে জড়িত, সেটুকু বাজারমুখী করতে হবে। পাশপাশি রাজনৈতিক কাঠামোর সঙ্গে যুক্ত হতে হবে। এ চার ক্ষেত্রের ওপর নির্ভর করে নারীর ক্ষমতায়ন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিউটের (এনআইজিএল) মহাপরিচালক মোস্তফা কামাল হায়দার, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. সালাহউদ্দিন এম আমিনুজ্জামান, স্টেপস টু ওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার প্রমুখ। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে