মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৪:৪০:২১

৭১ দিন পর খালেদা

 ৭১ দিন পর খালেদা

নিউজ ডেস্ক : ৭১ দিন পর আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে তার কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি নেত্রীর রাজনৈতিক জীবনে এতো দীর্ঘ সময় কার্যালয়ে অনুপস্থিতির ঘটনা এ প্রথম। চোখ ও পায়ের চিকিৎসার জন্য দু’মাসেরও বেশি সময় লন্ডনে অবস্থান করার পর শনিবার সন্ধ্যায় দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। এরপর থেকে গুলশানে নিজের বাসা ‘ফিরোজা’য় বিশ্রামেই আছেন তিনি। এখন পর্যন্ত কোনো নেতাই তার সাক্ষাৎ পাননি। অবশ্য গতকাল সোমবার গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন তিনি। তবে আজ মঙ্গলবার গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে যাবেন বলে জানিয়েছেন তার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান। শায়রুল কবির খান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কার্যালয়ে যাবেন খালেদা জিয়া। বিএনপি নেত্রীর আগমন উপলক্ষে তার কার্যালয়ে এরই মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করা হয়েছে। নতুন করে করা হয়েছে রং। গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। সেখানে বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি। সেখানে তার চোখ ও পায়ের চিকিৎসা করান। ২০০৬ সালে ক্ষমতা হারানোর পর এটি ছিল যুক্তরাজ্যে খালেদা জিয়ার দ্বিতীয় সফর। এর আগে ২০১১ সালে যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফেরার পথে তারেক রহমানকে দেখতে লন্ডনে গিয়েছিলেন তিনি। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে