বুধবার, ০৪ এপ্রিল, ২০১৮, ০৭:০৪:০৯

রাজধানীতেও শিলাবৃষ্টি, আবহাওয়া অফিসের যে বার্তা

রাজধানীতেও শিলাবৃষ্টি, আবহাওয়া অফিসের যে বার্তা

ভ্যাপসা গরমে মাঝে শীতলতার পরশ দিয়ে গেল এক পশলা বৃষ্টি। এসময় বৃষ্টির সঙ্গে সমান তালে পড়েছে ছোট ছোট শিলাও। বুধবার সোয়া ৩টার দিকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি শুরুর কিছুক্ষণ পরেই শিলা পড়তে শুরু করে। পাঁচ মিনিট বিরতি দিয়ে আবার ১৫ মিনিট ধরে শিলা পড়তে থাকে। বেলা ৩টার ৫০ মিনিটের দিকে বৃষ্টি থেমে যায়।

কয়েক মিনিটের শিলা বর্ষণে সাদা হয়ে যায় রাজপথ, দালানের ছাদ, কার্ণিশ। এছাড়া এই হঠাৎ বৃষ্টিতে রাজধানীর বিভন্ন সড়কে পানি জমে বিঘ্ন ঘটছে যান চলাচলে। তবে এটা বর্ষা কালের মতো খুব বেশি সময় স্থায়ী হবে না। বরং এই বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী। ধুলোধুসরিত শহরে এই বৃষ্টির পানিতে ধুয়ে গেছে ধুলো, কিছু সময়ের জন্য নগরবাসী পাবে নির্মল বাতাস।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে