মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৪:৫১:২১

‘সব খুলে দেয়া হবে’

‘সব খুলে দেয়া হবে’

ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফেসবুক, ভাইবারসহ বন্ধ থাকা সব সামাজিক যোগাযোগের মাধ্যম শিগগিরই খুলে দেয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ইন্টারনেট চালু আছে। সাময়িকভাবে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ছিল। তবে বন্ধ রাখায় ভালো ফল পাওয়া গেছে। এখন সব খুলে দেয়া হবে। তবে কবে নাগাদ খুলে দেয়া হবে সুনির্দিষ্টভাবে তা জানাননি আসাদুজ্জামান খান কামাল গত ১৮ নভেম্বর একাত্তরের মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। রায় ঘোষণার পরপরই বাংলাদেশে বন্ধ করে দেয়া হয় ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। প্রায় সোয়া ঘণ্টা ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখে সরকার। এর আগে গত শনি ও সোমবার এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকবে। তিনি বলেন, সাময়িক নিরাপত্তা, জনস্বার্থ, জননিরাপত্তার স্বার্থে যতদিন বন্ধ রাখা প্রয়োজন, ঠিক ততদিনই বন্ধ থাকবে। যখন জননিরাপত্তা নিশ্চিত হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি নিশ্চিত করবে, তখনই খুলে দেয়া হবে। গতকাল সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জনসাধারণের জন্য খুলে দেয়ার দাবি জানান স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে