মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৫:৫০:৪১

সাকার ফাঁসি ইস্যুতে শেখ হাসিনাকে ইমরান খানের চিঠি

সাকার ফাঁসি ইস্যুতে শেখ হাসিনাকে ইমরান খানের চিঠি

নিউজ ডেস্ক : যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ও কিংবদন্তী ক্রিকেটার ইমরান খান। মঙ্গলবার পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ নভেম্বর শেখ হাসিনার কাছে চিঠিটি পাঠান ইমরান খান। এর আগে গত সোমবার পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশনেও ওই চিঠি পাঠানোর সংবাদ প্রকাশ করা হয়। এ খবর জানিয়েছে ডেইলি টাইমস। চিঠিতে ইমরান লিখেছিলেন, ‘যদি এই মৃত্যুদণ্ড স্থগিত করা হয় তবে তা শুধু আমাদের এই অঞ্চলই নয় বিশ্বব্যাপী শান্তি ও বিচার প্রতিষ্ঠায় বৃহত্তর ভূমিকা রাখবে।’ কিংবদন্তী ক্রিকেটার বলেন, ঘটনার সময় সালাউদ্দিন পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন বলে প্রমাণ রয়েছে। এ কারণে ওই সময়ে তার বিরুদ্ধে উত্থাপিত অপরাধগুলো করার কোনো সম্ভাবনাই নেই। সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দেয়ার ঘটনায় এর আগে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় পাকিস্তান হাইকমিশন। এতে বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও বেদনার সঙ্গে লক্ষ্য করেছি, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় দুর্ভাগ্যজনকভাবে কার্যকর করা হয়েছে। এ ঘটনায় পাকিস্তান গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তান পিপলস পার্টি’র (পিপিপি) পক্ষ থেকেও দেশটির সংসদে এ মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানানো হয়। এদিকে পাকিস্তান হাইকমিশনের বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। বিবৃতির পর গতকাল সোমবার পাক হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি শনিবার গভীর রাত ১২টা ৫৫ মিনিটে কার্যকর করা হয়। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে