মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৬:১৪:৪৪

‘পাগলে বুঝলেও মানুষ বোঝে না’

 ‘পাগলে বুঝলেও মানুষ বোঝে না’

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আপন বুঝ পাগলে বুঝলেও, কিন্তু আমাদের দেশের মানুষ কিছু কিছু ক্ষেত্রে বোঝে না। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুর রশিদ। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি বার্ষিক সাধারণ সভার আয়োজন করে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ। আমু বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর দেশে আবার খাদ্য খাটতি দেখা দেয়। ২০০৯ সালে আবারো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণই নয়, উদ্বৃত্ত খাদ্যে দেশ পরিণত হয়েছে। শিল্পমন্ত্রী বলেন, খাদ্য উদ্বৃত্ত দেশ বলেই আমরা চাল রপ্তানি করতে পারছি। কিন্তু আমরা যদি আমদানির ওপর নির্ভরশীল হতাম তাহলে এত বেশি ও বড় বড় কল-কারখানা গড়ে উঠতে পারতো না। যে সরকার দেশের মানুষের জন্য কাজ করে সেই সরকারকে সমর্থন করা। কিন্তু আপন বুঝ পাগলে বুঝলেও আমাদের দেশের মানুষ কিছু কিছু ক্ষেত্রে বোঝে না। তিনি বলেন, শিল্প হিসেবে ঘোষণা দেয়া না দেয়া সরকারের পলিসির ব্যাপার। তবে আমি একটু বলতে পারি, আপনাদের দাবিগুলো আমলে নেয়া হলো। এ ব্যাপারে আমি খাদ্যমন্ত্রীকে সহযোগিতা করবো। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। আমরা আজ নেপালে চাল রপ্তানি করছি। ভূমিকম্পের সময় দেশটিতে সাহায্য হিসেবে চাল পাঠিয়েছি। এখন আফ্রিকার দেশগুলোতে চাল রপ্তানির বাজার খোঁজা হচ্ছে। তিনি বলেন, আগে চাল আমদানির ক্ষেত্রে কোনো শুল্ক ছিল না। পরে আমরা ১০ ভাগ শুল্ক আরোপ করেছি। কিন্তু এরপরও চাল আসছে। আমরা এই শুল্ক আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। অর্থমন্ত্রী মহোদয় আমাকে জানিয়েছেন, এটা ১০ ভাগ থেকে বাড়িয়ে ২০ ভাগ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, মিল মালিকরা পাটের বস্তা ব্যবহার করুন। দেশের স্বার্থেই আমাদের পাটের বস্তা ব্যবহার করতে হবে। সোনালী আশের সুদিন ফিরিয়ে আনতে হবে। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে