মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৬:৩৩:০৯

স্বপ্নের প্রকল্প

স্বপ্নের প্রকল্প

নিউজ ডেস্ক : বন্দরনগরী চট্টগ্রামে ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণ করে কর্ণফুলী নদীর দুই তীরকে যুক্ত করতে সাড়ে ৮ হাজার কোটি টাকার একটি প্রকল্প একনেক বৈঠকে অনুমোদন করেছে সরকার। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘কনস্ট্রাকশন অব মাল্টি ল্যান্ডরোড টানেল আন্ডার দ্য রিভার কর্ণফুলী’ র্শীষক প্রকল্প অনুমোদন পায়। সরকারের এ প্রকল্পকে ‘স্বপ্নের প্রকল্প’ অভিহিত করে বলা হয়েছে, এর মধ্যদিয়ে চট্টগ্রামকে চীনের সাংহাইয়ের আদলে ‘ওয়ান সিটি টু টাউন’ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে এ প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। পরিকল্পনামন্ত্রী বলেন, এ টানেল নির্মাণ নিয়ে অনেক শঙ্কা ও সংশয় ছিল। প্রকল্পটির চূড়ান্ত অনুমোদনের মধ্যদিয়ে তা দূর হলো। স্বাপ্নের প্রকল্পটি ২০২০ সালের আগেই বাস্তবায়িত হবে। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৪৪৬ কোটি ৬৪ লাখ টাকা, যার ৪ হাজার ৭৯৯ কোটি ৪৪ লাখ টাকার যোগান দেবে চীনের এক্সিম ব্যাংক। বাকি ৩ হাজার ৬৪৭ কোটি ৬৪ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে দেয়া হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে সেতু কর্তৃপক্ষ। আ হ ম মুস্তফা কামাল বলেন, কর্ণফুলী নদীর ওপর দুটি সেতু রয়েছে। তার ওপর আরো ব্রিজ নির্মাণ করা হলে গোড়ায় পলি জমে নদী নাব্যতা হারাতে পারে। তাই এ টানেল নির্মাণ করা হচ্ছে। এ টানেল চট্টগ্রাম শহররে বন্দর এলাকা ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করবে। টানেল চালু হলে পর্যটন নগরী কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ আরো সহজ হবে। কর্ণফুলীর দুই সেতুর ওপর যানবাহনের চাপও কমবে। এদিকে মঙ্গলবারের বৈঠকে কর্ণফুলী টানেলসহ মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে, যাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬ হাজার ৯৭৯ কোটি টাকা। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে