মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৭:৩৬:৩৬

এরশাদকে যে বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রদূত

এরশাদকে যে বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। তাদের সাক্ষাতের বিষয়টি মঙ্গলবার বিকেলে দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত বার্নিকাট এরশাদকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন, তা হলো চরমপন্থিদের হুমকি মোকাবেলার কাজটি যে কত জটিল তা যুক্তরাষ্ট্র বুঝতে পারে। এর সমাধানে অংশীদারদের সাহায্য করার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন মার্কি রাষ্ট্রদূত। বার্নিকাট জোর দিয়ে বলেছেন যে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক যুক্তরাষ্ট্র ও আমেরিকান জনগণের এবং বাংলাদেশ ও বাংলাদেশি জনগণের কল্যাণ বয়ে আনে। বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তার প্রসার ঘটায়। রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, আমাদের দু’দেশেকে যে সাধারণ সমস্যাগুলোর মুখোমুখি হতে হয় তা মোকাবেলায় বাংলাদেশের জনগণের পাশে আছি আমরা। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে