মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৭:৫৫:৪৫

‘জঙ্গিবাদের আঁতুড়ঘর’

‘জঙ্গিবাদের আঁতুড়ঘর’

নিউজ ডেস্ক : পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ‘জঙ্গিবাদের আঁতুড়ঘর’। শুধু ভারতই নয় বাংলাদেশও এর সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের শিকার। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ওয়ালি-উর রহমান। ভারতের মুম্বাইয়ে মেগাসিটি সিকিউরিটি কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গিয়েছেন আন্তর্জাতিক অপরাধ সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ওয়ালি-উর-রহমান। সেখানে পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে সাবেক এই পররাষ্ট্র সচিব বলেছেন, পাকিস্তান এবং আইএসআই আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। ওরা লাগাতার ভারত ও বাংলাদেশে নিজেদের লোক পাঠায়। আইএসআই এখনো সন্ত্রাসের আঁতুড়ঘর। তিনি বলেন, শুধু ভারত, বাংলাদেশই নয় ওরা নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ সার্কভুক্ত সব দেশে নিজেদের এজেন্টদের পাঠায়। আইএসআই বাংলাদেশে ভারতীয়দের ট্রেনিং দিতে ১০১টি ট্রেনিং ক্যাম্প তৈরি করেছিল। ওয়ালি-উর-রহমান বলেন, এগুলো তৈরি করা হয়েছিল ভারতীয়দের প্রশিক্ষণ দেয়ার জন্য, যাতে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে তাদের ব্যবহার করতে পারে,।কিন্তু বাংলাদেশ কখনো ভারতবিরোধী কার্যকলাপের জন্য মাটি ব্যবহার করতে দেবে না। ভারতকে প্রকৃত বন্ধু উল্লেখ করে তিনি বলেন, বাঙালিরা খুব আবেগপ্রবণ। প্রত্যেক বাঙালি আমাদের সঙ্গে আছেন। শুধু নেই জামায়াতে ইসলাম আর বিএনপি। ওরা আইএসআইকে সমর্থন করে। ওয়ালি-উর-রহমান বলেন, ১৯৯৬ সালে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর আইএসআইকে সরিয়ে দেন এবং আমাকে সেই সময়ের ভারতের স্বরাষ্ট্রসচিব পদ্মানাভানের কাছে পাঠিয়েছিলেন। তিনি বলেনে, আমি প্রধানমন্ত্রীর পরামর্শে আইএসআইয়ের ট্রেনিং ক্যাম্পের তালিকা তৈরি করে সেগুলো নির্মূল করেছিলাম। কিন্তু তারপরও দেশে আইএসআই সংশ্লিষ্ট উপাদান থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। আইএসআইয়ের কাছে পাকিস্তান সরকারও অসহায় এমন ইঙ্গিত দিয়ে ওয়ালি-উর-রহমান বলেন, মুম্বাই হামলার প্রধান পরিকল্পনাকারীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমরা বুঝতেই পারছি, নওয়াজ শরিফের অবস্থা কীরকম। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে