মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৮:৩৪:৪০

হান্নান শাহ’র সন্দেহ

হান্নান শাহ’র সন্দেহ

ঢাকা : দলীয় মনোনয়নে আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা এ নিয়ে সন্দেহ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র। তিনি বলেছেন, সরকার তাড়াহুড়া করে পৌর সভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এতে করে আমরা গন্ধ পাচ্ছি, অতীতের ন্যায় সরকার দলীয়করণ করবে। আগে তারা প্রার্থীদের সমর্থন দিতো, তখন প্রশাসনের কিছু অংশ সরকারের সঙ্গে হাত মিলিয়ে বিরোধী দলের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিতেন। এখন সরকারের তরফ থেকেই সরাসরি মনোনয়ন দেয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জজকোর্টে ঢাকা আইনজীবী সমিতির ভবনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। হান্নান শাহ বলেন, আমাদের আশঙ্কা- আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা, শান্তিপূর্ণভাবে হবে কিনা এবং নিরপেক্ষভাবে হবে কিনা। এ নির্বাচন নিয়ে আমরা সন্দিহান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব সানাউল্লাহ মিয়া। বক্তব্য রাখেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট হারুনুর রশীদ খান, খোরশেদ আলম, হাজী মো. মহসিন মিয়া, ফখরুল হোসেন ফকীর, ইকবাল হোসেন, খোরশেদ মিয়া আলম, মোসলেহ উদ্দিন, শাম্মী আখতার, খন্দকার দিদারুল আলম প্রমুখ। আসম হান্নান শাহ বলেন, আমরা দেখেছি, নির্বাচন কমিশন অতীত নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। আগামী ৩০ ডিসেম্বরে যে নির্বাচন আসছে তা সুষ্ঠু হবে কিনা তা নিয়ে আমি সন্দিহান। তিনি বলেন, এ সরকারের লক্ষ্য একটাই- জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করা। তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উত্স মনে করেন। তাই তাদের ভয় ও শঙ্কা। সরকার তারেক আতঙ্কে ভুগছে। খালেদা জিয়াকে তো ভয় করেই। তবে তারেক রহমান আরো বেশি ভয়। তারেক রহমান ও তার পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন আইনজীবীরা। গত ২০ নভেম্বর তারেক রহমানের ৫১তম জন্মদিন ছিলে। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে