নিউজ ডেস্ক : কুড়িগ্রামের বাংলাদেশ ইসলামী ছত্রীসংস্থার দুই নেত্রীকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। শনিবার বান্ধবীর বাড়ীতে যাওয়ার পথে কুড়িগ্রামের নীলারামের নুরুন্নাহার বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি আনিসুল হক চাঁদসহ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী তাদের আটক করে এবং পরে থানায় ফোন করে পুলিশ ডেকে এনে তাদের কে পুলিশের হাতে তুলে দেয়।
পরে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি রুহানীর সাথে কথা হলে তিনি এর সত্যতা স্বীকার করে ঐ দুই ছাত্রীকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, রাজনৈতিকভাবে জামায়াতকে হেয় করার জন্য এবং জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে একটি মহল ইসলাম প্রিয় দ্বীনদার বোরকা পরা পর্দাশীল মা বোনদের মিথ্যা অপবাদ দিয়ে অপদস্ত করেছে।
তিনি ইসলামী ছাত্রীসংস্থার দুই নেত্রীর গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তাদের দ্রুত মুক্তি কামনা করেন।
২০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ