মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৯:১৬:২৮

‘গাছেরটাও খাবেন আবার তলেরটাও’

‘গাছেরটাও খাবেন আবার তলেরটাও’

ঢাকা : জাতীয় সংসদ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদের বেঁধে দেয়া সময়সীমা তিনদিনের মধ্যে ক্ষমা না চাইলে দ্রুত সংস্থাটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের পরামর্শও দেয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা জানান। তিনি বলেন, বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল-২০১৫ কমিটিতে চূড়ান্ত হয়ে রয়েছে। এখন শুধু পাস হবে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানকে তিনদিন সময় দেয়া হয়েছে। তিনি যদি ভুল স্বীকার করে ক্ষমা না চান, তাহলে সরকার চাইলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারবে। বিদ্যমান আইনেও সে সুযোগ রয়েছে। সুরঞ্জিত বলেন, একসময় এনজিওগুলো বিদেশ থেকে টাকা এনে গরিবদের মধ্যে ওষুধ বিতরণ করত। এসব এনজিও এখন ফুলেফেঁপে এমন পর্যায়ে যে, তারা সরকারের প্যারালাল হয়ে গেছে। দেশের মানুষ, এমনকি সরকারকেও তারা ধরে খেতে চায়। তিনি বলেন, তবে অন্য কোনো এনজিও’র বিরুদ্ধে তাদের অভিযোগ নেই। কেবল টিআইবির বিরুদ্ধেই। টিআইবি যেসব কথা বলেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের সংসদ নিয়ে তামাশা বিশ্বের কোথাও নেই। সুরঞ্জিত বলেন, সংসদ ‘পুতুলনাচের নাট্যশালা’-এটি কোনো প্রাতিষ্ঠানিক, রাজনৈতিক কিংবা কূটনৈতিক ভাষা নয়; অশালীন ভাষা। সংসদ সংবিধানের অংশ। সংসদ নিয়ে টিআইবির মন্তব্য সীমা অতিক্রম করেছে। তারা গবেষণা করবে, কিন্তু কাউকে অপমান করার অধিকার তাদের কেউ দেয়নি। তিনি বলেন, তারা যদি রাজনীতি করতে চায়, রাজনৈতিক দলে যোগদান করুক। জেলজুলুম খেটেই আমরা এই পর্যায়ে এসেছি। গাছেরটাও খাবেন, তলেরটাও খাবেন- দুইটা একসঙ্গে চলবে না। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে