মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৯:২৮:৫০

ফের জাতিসংঘের আহ্বান

 ফের জাতিসংঘের আহ্বান

নিউজ ডেস্ক : মৃত্যুদণ্ডের বিধান বিলোপ করতে বাংলাদেশ সরকারের প্রতি ফের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক সংস্থা ইউএন হাইকমিশনার ফর হিউম্যান রাইটস এ আহ্বান জানিয়েছে। জাতিসংঘের সংস্থাটি মৃত্যুদণ্ডকে ‘অমানবিক প্রথা’ উল্লেখ করে শিগগিরই আইন করে তা বিলোপের আহ্বান জানায়। সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, অমানবিক এ প্রথা বিলোপ করতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আবারো আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, যেকোনো ধরনের অপরাধের ক্ষেত্রেই, এমনকি মারাত্মক আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রেও মৃত্যুদণ্ড দেয়ার বিরোধী জাতিসংঘ। আমরা এর আগেও আহ্বান জানিয়েছিলাম যে, মৃত্যুদণ্ড কার্যকর করা বাংলাদেশ সরকারের উচিত নয়। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গতকাল সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর-সংক্রান্ত প্রসঙ্গ তোলা হয়। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ বলেন, দুজনের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আমরা অবগত। আমার মনে হয়, জাতিসংঘের মহাসচিব যেকোনো অপরাধের ক্ষেত্রেই মৃত্যুদণ্ডের বিধানের বিরোধী। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে