মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৯:৪২:১১

বিষয়টিতে জোর দিলেন প্রধানমন্ত্রী

বিষয়টিতে জোর দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা : ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশ-ভারতের মধ্যে যাতায়াতের যেসব পথ ছিল— সেগুলো ফের চালু করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ভারতের মেঘালয় রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে বিষয়টিতে জোর দেন তিনি। বাংলাদেশ লাগোয়া মেঘালয়ের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্কুল অফ বিজনেসের ডিন অলকা শর্মার নেতৃত্বে প্রতিনিধি দলটি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে মঙ্গলবার গণভবনে যায়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর থেকে যেসব সড়ক রুট বন্ধ আছে ‍তা পুনরায় চালু করতে চাই। ২০০ বছর ব্রিটিশ শাসনে থাকার পর ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান আলাদা দেশ হলেও তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে ভারতের অনেক রুটে সরাসরি বাস ও ট্রেন যোগাযোগ ছিল। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর এসব রুট বন্ধ হয়ে যায়। শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৯৬ সালে সরকার গঠনের পর ঢাকা-কলকাতা সরাসরি বাস চলাচল শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০০৮ সালে ঢাকা-কলকাতা ট্রেনও চালু হয়। এ বছরের মাঝামাঝিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় ঢাকা-শিলং-গুয়াহাটি ও কলকাতা-ঢাকা-আগরতলা বাসসার্ভিস উদ্বোধন হয়। শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপরও গুরুত্ব দেন। এসময় মেঘালয়ের বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধি দলও দুই দেশের জনগণের মধ্যে বিশেষ করে শিক্ষক ও ছাত্রদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে