মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮, ০৪:০৬:৩৬

‘বিকেল পাঁচটার মধ্যেই মতিয়া চৌধুরী ক্ষমা না চাইলে সারাদেশ অবরোধ করে দেয়া হবে’

 ‘বিকেল পাঁচটার মধ্যেই মতিয়া চৌধুরী ক্ষমা না চাইলে সারাদেশ অবরোধ করে দেয়া হবে’

নিউজ ডেস্ক: গতকাল সোমবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় সংসদের অধিবেশন চলাকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সন্তানরা সুযোগ পাবে না, রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে? তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত হবে?’ ফেইসবুকে যারা স্ট্যাটাস দিয়েছে এরাতো ছাত্র না, এরা মতলববাজ, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের এজেন্ট।

মতিয়া চৌধুরীর এমন বক্তব্যের পর ঝড় বয়ে যায় ছাত্রদের মাঝে। এবার সেই বক্তব্যের জন্য মতিয়া চৌধুরীকে নি:শর্ত ক্ষমা চাওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের উদ্দেশ্য করে সংসদে দেয়া তার বক্তব্য প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়া হয়।

‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান। এসময় সেখানে কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রাশেদ খান বলেন, ‘ওবায়দুল কাদেরের আদেশ মেনে নিয়ে আমরা ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত করেছি। এই সময়ের মধ্যে সরকার কোটা সংস্কারের বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছে। কিন্তু গতকাল (০৯এপ্রিল) জাতীয় সংসদে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে মতিয়া চৌধুরী যে বক্তব্য দিয়েছেন সেটি দুঃখজনক। তাকে এই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। এর জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বিকেল ৫টার মধ্যে মতিয়া চৌধুরী ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করে না নিলে আমরা সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করব।’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে