মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮, ১১:০৮:১৪

কোটা সংস্কারের সুখবর দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কোটা সংস্কারের সুখবর দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

চলমান কোটা ব্যবস্থার সংস্কারে কাজ চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। মঙ্গলবার একটি গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসন মন্ত্রণালয়কে কোটা ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে কোটা সংস্কারে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ শুরু করেছে। তবে এখনো এটা নিয়ে বলার মতো কিছু নেই, যখন বলার মতো কিছু হবে তখন আপনারা জানবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত রোববার দিবাগত রাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উপাচার্যের বাসভবন তছনছ, ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।

সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন। বৈঠকে কোটাব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে পদক্ষেপ নেয়া হবে- এ আশ্বাসে শিক্ষার্থীরা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। কিন্তু এ সিদ্ধান্ত মানেননি আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ। তারা মঙ্গলবারও আন্দোলন চালিয়ে যান।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে