মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ১১:৫৪:৩৫

যা আজ আলোচনায় ছিল না খালেদার

 যা আজ আলোচনায় ছিল না খালেদার

নিউজ ডেস্ক : দীর্ঘ ৭১ দিন পর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে আসলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত সোয়া ৯টায় বাসা থেকে তিনি কার্যালয়ে আসেন। বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে সন্ধ্যা থেকেই গুলশান কার্যালয়ের সামনে অবস্থান নেন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়াকে ফুল দিয়ে বরণ করেন ড. ওসমান ফারুক। বেগম জিয়া উপস্থিত নেতাকর্মীদের কুশলাদি জিজ্ঞেস করেন। গুলশান কার্যালয়ে আসেন গয়েশ্বর চন্দ্র রায়, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, ওসমান ফারুক, মেজর জেনারেল (অব.) রহুল আলম চৌধুরী, মীর মোহাম্মদ নাসির, সাবিহ উদ্দিন আহমেদ, এম এ কাইয়ুম, মোহাম্মদ শাহজাহান, আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, মুস্তাফিজুর রহমান বাবুল, এবিএম মোশাররফ হোসেন, শিরিন সুলতানা, শাম্মী আক্তার নুরে আরা সাফা, শিরিন সুলতানা, রাবেয়া সিরাজ, ফরিদা ইয়াসমীন, শাম্মী আখতারপ্রমুখ। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে। দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে দলের একাধিকে সূত্রে জানা গেছে। খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে গুলশান কার্যালয়ে নেতাকর্মীর প্রবেশাধিকার সীমিত রাখার ব্যবস্থা করেন তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা। খালেদা জিয়া সর্বশেষ অফিস করেন গত ১৪ সেপ্টেম্বর। পরদিন ১৫ সেপ্টেম্বর রাতে চিকিৎসার উদ্দেশ্যে তিনি লন্ডন যান। চিকিৎসা শেষে শনিবার দেশে ফেরেন তিনি। ২৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে