শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮, ১২:২৭:৪৮

ছাত্রলীগ নেত্রী এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ছাত্রলীগ নেত্রী এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিউজ ডেস্ক : ছাত্রলীগ নেত্রী এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে এক ছাত্রীর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইশরাত জাহান ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। একইসঙ্গে তাকে স্বপদে পুনর্বহাল করেছে সংগঠনটি।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সুফিয়া কামাল হলের নির্যাতনের ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল ছাত্রলীগ। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে তাকে নির্দোষ দাবি করা হলে আজ আবার তাকে স্বপদে পুনর্বহাল করা হলো।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীর রগ কেটে দেওয়ার অভিযোগে তাকে বহিষ্কার করেছিল ছাত্রলীগ।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে