ঢাকা : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ১৭ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে অজ্ঞান করার বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার রাতে মহানগীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটকদের নামপরিচয় জানা যায়নি।
রবিবার সকালে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম জানান, ঈদকে সামনে রেখে অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। এ চক্রকে ধরতে অভিযান জোরদার করেছে পুলিশ।
আজ বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে আটকদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
২০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ