বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০২:০১:১৬

দুই নেত্রীই জরুরি বৈঠক ডেকেছেন

দুই নেত্রীই জরুরি বৈঠক ডেকেছেন

নিউজ ডেস্ক : আজ বুধবার প্রধান দুইদলের দুই নেত্রীই জরুরি সভা ডেকেছেন। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণ আছে এর পেছনে? এ নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। জানা গেছে, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের ‘জরুরি বৈঠক’ ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হবে। আবদুস সোবহান গোলাপের সঙ্গে যোগাযোগ করা হলে এ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের এই বৈঠক দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হবে। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সব সদস্যকে বৈঠকে উপস্থিত থাকতে দলটির সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের বৈঠকে ডেকেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনে আড়াই মাস কাটিয়ে দেশে ফেরার পর স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে এটি হবে খালেদার প্রথম বৈঠক। বুধবার রাত সাড়ে ৮টায় খালেদার গুলশান কার্যালয়ে এ বৈঠকে আসন্ন পৌরসভা নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি আলোচনায় আসতে পারে বলে আভাস পা্ওয়া গেছে। স্থানীয় সরকারের আইন বদলে যাওয়ায় এবারই প্রথম দলীয় প্রতীকে পৌরসভার মেয়র পদে নির্বাচন হবে। তবে কাউন্সিলর পদের ভোট আগের মতোই নির্দলীয় ভাবে হবে। বাংলাদেশের ২৩৪ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে মঙ্গলবার পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। গত ১৫ সেপ্টেম্বর লন্ডন যান খালেদা জিয়া। সেখানে স্বাস্থ্য পরীক্ষা ও ছেলে তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদ করে ২১ নভেম্বর দেশে ফেরেন তিনি। এরপর দুইদিন বিশ্রাম শেষে মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে অফিস করেন তিনি। নেতা-কর্মীদেরও সাক্ষাৎ দেন। সেখানেই রাতে এ বৈঠক হবে বলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম জানান। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেন, এবার নির্বাচনে দলীয় প্রতীক থাকায় দলীয় সিদ্ধান্তের বিষয় রয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে। এতে কয়েকজন জ্যেষ্ঠ নেতা এবং আইনজীবীও থাকবেন। মঙ্গলবার তফসিল ঘোষণার পরপরই এক আলোচনা সভায় ভোট ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেন, “সরকার তাড়াহুড়ো করে পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এতে আমরা অতীতের ন্যায় দলীয়করণের গন্ধ পাচ্ছি।” ২৫নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে