বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৫:৩৬:২৩

আজ জানাবেন খালেদা

আজ জানাবেন খালেদা

নিউজ : দলীয় প্রতীকে পৌর নির্বাচনে বিএনপি অংশ্রগ্রহণ করবে কিনা তা আজ রাতে জানাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া লন্ডনে অবস্থান করার সময় দলের অনেক শীর্ষ নেতা নির্বাচনে অংশগ্রহণের পক্ষে মত দিয়েছেন। তবে নেত্রীর অনুপস্থিতিতে এ বিষয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে দলীয়ভাবে কোনো আলোচনা হয়নি। আজ বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠকে পৌর নির্বাচন নিয়ে স্পষ্ট হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বিএনপি নেত্রী লন্ডনে থাকার সময় পৌর নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেলেও স্পষ্ট করে কেউ জানাতে পারেননি। জাতীয় নির্বাচন বর্জন করলেও বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছে। পৌর নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করতে পারে বলে বিএনপির একাধিক সূত্রে জানা গেছে। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এক অনুষ্ঠানে বলেছিলেন, স্থানীয় নির্বাচন নিয়ে আমরা একটি বাস্তবমুখী সিদ্ধান্ত নেব। সম্ভবত আমরা নির্বাচনে যাব। তিনি বলেছিলেন, ক্ষমতাসীনদের ফাঁকা মাঠে গোল দিতে দেয়ার প্রশ্নই আসে না। গত চারটি সিটি করপোরেশন নির্বাচনে আমরা অংশ নিয়েছি। এরপর ঢাকার দুই সিটি নির্বাচনে অংশ নিয়েছি। তাতে সরকারের আচরণ দেখেছি। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলে তা প্রতিহত করতে হবে। আগামী ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় নির্বাচনের লক্ষ্যে মঙ্গলবার তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। সিইসি জানান, আগ্রহী প্রার্থীরা ৩ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র বাছাই ৫ ও ৬ ডিসেম্বর। বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৩ ডিসেম্বর। ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর। পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে প্রার্থিতার সুযোগ রাখা হলেও কাউন্সিলর পদে আগের নিয়মেই লড়তে হবে। দলীয় প্রতীকে পৌর মেয়র নির্বাচন এই প্রথম। দলীয় প্রতীকে পৌর নির্বাচন নিয়ে সরকারের দুরভিসন্ধি আছে বলে অভিযোগ অনেক বিএনপি নেতার। তাদের মতে, সরকারের দমন-নিপীড়নের কারণে দলের হাজার হাজার কর্মী ঘরছাড়া, কারারুদ্ধ। এ সুযোগকে কাজে লাগিয়ে ফাঁকা মাঠে গোল দিতে চায় সরকার। লন্ডন থেকে দেশে ফেরার পর মঙ্গলবার প্রথম নিজের কার্যালয়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল এ বিষয়ে কোনো আলোচনা না হলেও ২৪ ঘণ্টার মধ্যে আজ দলের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন তিনি। শীর্ষ নেতাদের সঙ্গে আজকের বৈঠকে খালেদা জিয়া পৌর নির্বাচন নিয়ে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে শঙ্কায় আছে দলটি। ২৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে