বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৭:২৮:১০

‘পৃথিবীতে তিনজন মানুষের কাছে ঋণি’

 ‘পৃথিবীতে তিনজন মানুষের কাছে ঋণি’

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, পৃথিবীতে আমরা তিনজন মানুষের কাছে ঋণি, যাদের ঋণ কোনোকিছুর বিনিময়ে শোধ করা যায় না। তারা হলেন মা-বাবা ও শিক্ষক। তিনি বলেন, শিক্ষকরা হলেন জাতির বিবেক এবং সমাজে সবচেয়ে শ্রদ্ধার পাত্র। শিক্ষকতার চেয়ে মহৎ পেশা নেই। তারা সমাজে সবার পূজনীয়। দেশ ও জাতি গঠনে তাদের সেবার মহিমা বর্ণনাতীত। বুধবার রাজধানীর নায়েম মিলনায়তনে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি পরিচালিত ৩২তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ‘বাংলাদেশ আইন সভা’ বিষয়ে মুক্ত আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় নায়েম মহাপরিচালক প্রফেসর মো. হামিদুল হক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মো. ফজলে রাব্বী মিয়া বলেন, মনন ও প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে উন্নীত করতে কাজ করতে হবে। মুক্ত আলোচনায় ডেপুটি স্পিকার ৩২তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মাঝে জাতীয় সংসদ তথা বাংলাদেশ আইন সভার কার্যাবলী, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদে সদস্যদের ভূমিকা, সংসদীয় স্থায়ী কমিটি সমূহের ভূমিকা, বাংলাদেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রায়নে জাতীয় সংসদের ভূমিকা, মন্ত্রণালয় ও সংসদের মধ্যে কাজের সমন্বয় প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় প্রশিক্ষণার্থী শিক্ষকরা ডেপুটি স্পিকারের কাছে সংসদের কার্যাবলী সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চান। ডেপুটি স্পিকার সংসদের কার্যপ্রণালীবিধির সুস্পষ্ট ব্যাখ্যা দেন। ২৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে