শুক্রবার, ০৪ মে, ২০১৮, ০৮:৩১:৫৫

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ বার বার পেছানোর কারণ প্রযুক্তিগত

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ বার বার পেছানোর কারণ প্রযুক্তিগত

নিউজ ডেস্ক :  বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ বার বার পেছানোর কারণ প্রযুক্তিগত। প্রযুক্তিগত কারণেই বার বার পিছিয়ে যাচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট।

আগামী ৭ মে সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরালের লঞ্চিং প্যাড থেকে কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের সাম্ভাব্য দিন নির্ধারণ করা হলেও প্রযুক্তিগত কারণেই ওইদিন তা উৎক্ষেপণ হচ্ছে না বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, ‘এটা প্রযুক্তিগত বিষয়। আমরা কখনো বলিনি যে ৭ তারিখেই উৎক্ষেপণ হবে। এটি প্রথমে পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে। পরে চূড়ান্ত দিন নির্ধারিত হবে।’

নতুন দিনক্ষণ ৫ মে নাগাদ জানা যেতে পারে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘এখানে আমাদের কোনো হাত নেই। আমরা নিজেরা এখনো প্রতিনিধিদল পাঠাইনি।’

৭ মে উৎক্ষেপণের জন্য গতকাল একটি পরীক্ষা চালানোর কথা থাকলেও সেটি হয়নি। এ পরীক্ষাটি ৪ মে অনুষ্ঠিত হবে। এর তিন-চারদিন পর নতুন দিনক্ষণ জানা যাবে।  

এদিকে ৭ মে সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরালের লঞ্চিং প্যাড থেকে কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের দিন পরিবর্তন হবার পরও ঢাকা থেকে আগত ৭/৮ সদস্যের সাংবাদিক প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ফ্লোরিডায় গেছেন বলে জানা গেছে।

আগাম টিকেটের অর্থ লোকসান ভেবে সস্ত্রীক ফ্লোরিডায় যাবার প্রাক্কালে তিনি অনেকের কাছে প্রকাশ্যেই বলেছেন যেহেতু কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণে বিলম্ব হচ্ছে তাই আপাতত পিকনিক করে আসি।

এ ছাড়াও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল এলাকায় প্রতিকূল আবহাওয়াও বিরাজ করবে ওইদিন। মেঘাচ্ছন্ন আবহাওয়াসহ কয়েক দফা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে