শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৮:১৪

শীতকালেও নেই শীত

শীতকালেও নেই শীত

নিউজ ডেস্ক : এবার অনেকটাই দেরীতে শীতের আগমন ঘটছে।দিনপুঞ্জি অনুসারে এই সময়টায় পুরোপুরি শীত অনুভুত হবার কথা থাকলেও সেরকম হচ্ছে না। আবহাওয়া অফিসের তথ্য মতে, অন্যান্য বছর ডিসেম্বর মাসে যে ধরনের তাপমাত্রা থাকে তার চেয়েও ৪-৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বেশি অনুভুত হচ্ছে। তবে তারা বলছেন, দুই এক দিনের মধ্যেই মেঘলা আবহাওয়া থেকে শীত অনুভুত হতে পারে। ঢাকা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা সানাউল হক বলেন, বর্তমানেও দেশব্যাপী কুয়াশাবস্থা বিরাজ করছে। তবে আগামীকাল থেকে অথবা এরপরের দিন থেকে তাপমাত্রা কমে যেতে পারে। আবহাওয়া অফিসের তথ্য মতে, সাধারণত নভেম্বরের শুরু থেকেই শীতকাল শুরু হয়। কিন্তু এখন ডিসেম্বর মাস চললেও সেভাবে শীত অনুভুত হচ্ছে না।দীর্ঘমেয়াদী পূর্বাভাসে ঢাকা আবহাওয়া অফিস বলছে, চলতি বছরে তাপমাত্রা খুব একটা বেশী নীচে নামার সম্ভাবনা নেই।সামনে তিনটি শৈত্যপ্রবাহ বইতে পারে। এরমধ্যে চলতি মাসের শেষের একটি এবং জানুয়ারি মাসে দুইটি। এরপরই শীতে বিদায় হতে পারে। পূর্বাভাস কর্মকর্তা সানাউল হক বলেন, চলতি বছরে প্রত্যাশিত শীত অনুভুত হবে না। ৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে