শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৫:০৫:৫৯

‘মনোনয়ন পাওয়া ব্যক্তি খালেদার গাড়িতে হামলাকারী নয়’

‘মনোনয়ন পাওয়া ব্যক্তি খালেদার গাড়িতে হামলাকারী নয়’

মাদারীপুর: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ২০০১ সালে দাক্ষিণাঞ্চল সফরের সময় মাদারীপুর কাওড়াকান্দি ফেরি ঘাটে তার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলা মামলার আসামি ‘জাহাঙ্গীর’ এবং শিবচর পৌর নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী ‘জাহাঙ্গীর কামাল’ এক ব্যক্তি নয় বলে নিশ্চিত করেছেন মামলার বাদি মান্নান খান। খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় ২০০১ সালে মাদারীপুর কোর্টে একটি মামলা করেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ.মান্নান খান। মামলার ১৫ নম্বর আসামি জাহাঙ্গীর শিবচর পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী, এধরণের একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এই সংবাদের প্রতিবাদে শুক্রবার সকালে শিবচর নিজ বাসভবনে ওই মামলার বাদি শিবচর উপজেল বিএনপির যুগ্ম আহ্বয়ক মান্নান খান সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মান্নান খান বলেন, বেগম জিয়ার সফরে বাধা দিয়েছিল আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর বেপারী। কিন্তু বিএনপি জাহাঙ্গীর কামালকে মনোনয়ন দিয়েছে। জাহাঙ্গীর কামাল শুরু থেকেই বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বরহামগঞ্জ সরকারি কলেজের অধ্যাপকও ছিলেন। একটি কুচক্রিমহল বিএনপির ভাবমূর্তি নষ্ট ও পৌর নির্বাচনে দলকে ক্ষতিগ্রস্ত করতে উঠে-পড়ে লেগেছে। এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নির্বাচনে জাহাঙ্গীর কামালকে জয়ী করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিবচর থানা বিএনপির সাবেক আহ্বায়ক লিয়াকত হোসেন মলি সিদ্দিকী, শিবচর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক কবির গোমস্তা, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হেমায়েত হোসেন খান, পৌর যুবদল সভাপতি বাকাউল করিম খান প্রমুখ। ৪ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে